বিপিএলে আসছেন বাবর-রিজওয়ান

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র ঘিরে অনিশ্চয়তার মাঝে বিপিএল খেলতে আসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। গত রাতেই নিজ নিজ দলে যোগ দিয়েছেন তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ শেষে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন বাবর ও রিজওয়ান। গত রাত ১১টা নাগাদ রাজধানী ঢাকায় পৌঁছেন তারা। গত ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব হারানো বাবর বিপিএলে আগে খেলেছেন একবারই। ২০১৭ সালে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি সিলেট সিক্সার্সের হয়ে। এবার তাকে নিয়েছে রংপুর রাইডার্স। অপরদিকে গত আসরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন রিজওয়ান। দুজনকেই আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি। আগামী ১৭ ফেব্রুয়ারি শুরুর কথা পিএসএলের নতুন আসর। তার আগে ১২ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু করবে দলগুলো। অনুশীলন ক্যাম্পে উপস্থিত থাকার জন্য এক সপ্তাহ আগেই পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশনা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে নির্ধারিত সময় শেষে আরও কিছু দিন বাবরকে রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন রংপুরের কর্মকর্তারা। ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে পাঁচ ম্যাচের চার ইনিংস খেলে তার রান ছিল ৫ বলে ২, ৩২ বলে ৪১, ৩৭ বলে ৫৪ ও ১৯ বলে ২০। বাবরের মতো রিজওয়ানকেও ১০ ফেব্রুয়ারি পর্যন্তই পাচ্ছে কুমিল্লা। গত আসরে ১০ ইনিংসে ৪ ফিফটিতে ৩৫১ রান করেন রিজওয়ান। এর আগে ২০১৭ সালে সিলেট সিক্সার্সের জার্সিতে ২টি ম্যাচ খেলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধভ্যাটার্ণ ফুটবলের সেমিতে আব্দুল গনি স্মৃতি সংসদ ও হাটহাজারী খেলোয়াড় সমিতি
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ স্কুল এলামনাই এসো’র স্পোর্টস কার্নিভালে জার্সি ও ট্রফি উন্মোচন আজ