বিপিএলে আগামী আসরের অংশগ্রহণকারী দলগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল। অংশগ্রহণকারী ৫টি দলের নাম নিশ্চিত করে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ঘোষণা এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানায় তারা। বিবৃতিতে বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, পাঁচটি ফ্র্যাঞ্চাইজি সব শর্ত পূরণ করে আসন্ন আসরে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে। নতুন মৌসুমের আগে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিপিএল আসরে এবার যে পাঁচটি দলকে অনুমোদন দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল তাতে দেখা যায় ঢাকা আর রংপুর দলের নাম থাকছে আগের মতোই। তবে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে অংশ নেবে নতুন নামে। বিপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত কেবল একটি ফ্র্যাঞ্চাইজির কখনও নাম পরিবর্তন হয়নি। সেই রংপুর রাইডার্স যথারীতি থাকছে এবারও। ঢাকার ফ্র্যাঞ্চাইজি গত আসরের মতো এবারও থাকছে ঢাকা ক্যাপিটালস নামে। এছাড়া এবারের আসরের অন্য তিন দল– চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি আগে নানা সময়ে ভিন্ন মালিকানায় খেলেছে চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। এবার দলটির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে নাবিল গ্রুপ। আগে বিভিন্ন সময়ে ভিন্ন মালিকায় বিপিএলে দেখা গেছে দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস ও দুর্বার রাজশাহী দলকে। সিলেটের ফ্র্যাঞ্চাইজি আগে ছয়টি ভিন্ন নামে অংশ নিয়েছে বিপিএলে– সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিঙার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবার দেখা সিলেট টাইটান্স দলের। সিলেট ছাড়া বিপিএলে সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম। ঢাকা গ্ল্যাডিয়েটর্স দিয়ে শুরুর পর ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স, দুর্দান্ত ঢাকা হয়ে গত আসরে অভিষেক হয় ঢাকা ক্যাপিটালসের। এবার বিপিএলে দল পেতে আগ্রহী ছিল ১১টি প্রতিষ্ঠান। দুই দফায় যাচাই–বাছাই শেষে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতাসহ নানা দিক মূল্যায়ন করে পাঁচটি প্রতিষ্ঠানকে দল দেওয়া হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর বিপিএল শুরু করতে চায় বিসিবি। প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য দিন ১৭ নভেম্বর।












