বিপিএলের স্থগিত ম্যাচগুলি বুধবার অনুষ্ঠিত হবে বলে বিপিএলের অফিসিয়াল ফেইসবুক পাতায় জানানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ফেইসবুক পাতায়ও পরিবর্তিত সেই সূচি প্রকাশ করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে আবার জানায়, বুধবার সাধারণ ছুটির দিনে কোনো ম্যাচ হবে না। মঙ্গলবারের স্থগিত ম্যাচগুলি হবে আগামী রোববার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সকাল সাড়ে ১০টার পরপর বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে বিপিএলের এ দিনের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। প্রথম ম্যাচটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের, দ্বিতীয় ম্যাচের দুই প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দুটি এখন হবে ৪ জানুয়ারি রোববার সিলেটেই। খেলা দুটি বুধবার হবে বলে যে মেমো দলগুলিকে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে বলে জানায় বিসিবি। ১ জানুয়ারি,বৃহস্পতি ও ২ জানুয়ারি,শুক্রবারের ম্যাচ গুলোর সূচি আগের মতোই থাকবে। টুর্নামেন্টের সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই। চট্টগ্রাম পর্ব শুরুর হওয়ার কথা ৫ জানুয়ারি,সোমবার। এখন পরিবর্তিত সূচিতে রোববারও সিলেটে খেলা থাকায় চট্টগ্রাম পর্ব পিছিয়ে যাবে নিশ্চিতভাবেই। বিসিবি জানিয়েছে, সোমবার থেকে পরিবর্তিত নতুন সূচি পরে জানানো হবে।










