বিপিএলের ফাইনালে সাকিবের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেতে শেষ ২ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ২২ রানের। কিন্তু বরিশালের দুই বোলার মেহেদী হাসান রানা ও মুজিব উর রহমানের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত হার মানলো কুমিল্লা। তাদের ১০ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের বরিশাল। গতকাল মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে নির্ধারিত ২০ ওভারে বরিশালের ৮ উইকেটে করা ১৪৩ রানের জবাবে কুমিল্লা ৭ উইকেটে করতে পারে ১৩৩ রান। হারলেও কুমিল্লার ফাইনাল স্বপ্ন শেষ হয়ে যায়নি। বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে সুযোগ থাকবে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার। ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লার দুই ওপেনার লিটন দাস ও মাহমুদুল হাসান জয় মিলে ৬২ রান তোলেন। টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ের পর মঈন আলী ও ফাফ ডু প্লেসি মিলে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। মঈন ২২ রান করে ডোয়াইন ব্রাভোর বলে বোল্ড হন। এর পর ডু প্লেসিও আউট। তখনও জয় থেকে ২০ রান দূরে ছিল কুমিল্লা। বাকি থাকা ১০ বলে ২০ রান করতে পারেননি সুনিল নারিন-নাহিদুল-মাহিদুল। বরিশালের মেহেদী রানা ১৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। অন্যদিকে শফিকুল ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মুজিব ৩৩ রানে নেন ২ উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বরিশাল। মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল মিলে পাওয়ার প্লেতে তুলে ফেলেছিলেন ৫৮ রান। ২২ রান করে গেইল আউট হলে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। মুনিম ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। মুনিমের বিদায়ের পর বাকি ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। অধিনায়ক সাকিব ১ রান করে রান আউটের শিকার। ব্রাভোর ২১ বলে ১৭ ও জিয়াউর রহমানের ১২ বলে ১৭ রানে ভর করে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। কুমিল্লার শহিদুল ইসলাম ২৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া মঈন আলী ২টি এবং নারিন ও তানভীর একটি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধখুলনাকে হারিয়ে আশা জিইয়ে রাখল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগ আজ শুরু