বিপিএলের প্লে অফ পর্বের জন্য প্রস্তুত ডিআরএস সিস্টেম

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস না থাকা নিয়ে কত কথাই না হলো। বিকল্প এডিআরএস নিয়েও অদ্ভুত সব কান্ড ঘটেছে এবারের বিপিএলে। আইসিসির প্লেয়িং কন্ডিশন পাল্টে এডিআরএসে নতুনত্বের সমাহারে বড় ধরনের হৈ চৈ হয়েছে। অবশেষে অনেক পানি ঘোলার পর বহুল কাঙ্খিত ডিআরএস ব্যবস্থা চালু হচ্ছে। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে আনুষ্ঠানিকভাবে দেখা যাবে আম্পায়ারদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও পর্যালোচনার সর্বাধুনিক কারিগরি প্রযুক্তি

 

‘ডিআরএস’। ডিআরএস ব্যবস্থা যারা পরিচালনা করবেন, তারা গত বৃহস্পতিবার এসে গেছেন। তাই আগামীকাল রোববার কোয়ালিফায়ার ও এলিমিনেটর১ ম্যাচে ডিআরএস থাকবে। এদিকে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে ডিআরএস চালুর আগে প্লে অফ পর্বে থাকা ৪ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

(সিলেট স্ট্রাইকার্স), সাকিব আল হাসান (ফরচুন বরিশাল), ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও নুরুল হাসান সোহানের (রংপুর রাইডার্স) সঙ্গে বসছে

বিসিবির ট্যাকনিক্যাল কমিটি। এই বৈটকে টেকনিক্যাল কমিটি ও ম্যাচ রেফারিরাও থাকবেন। ডিআরএস আর এডিআরএসের মধ্যে বিস্তর ফারাক। তাই প্লেঅফ পর্বের ৪ দলকেই ডিআরএস এর নানা বিষয় সম্পর্কে অবহিত করা হবে বলে জানা গেছে। কোনো বিষয় নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতে বিশ্বকাপ জেতাই লক্ষ্য বাবরের
পরবর্তী নিবন্ধসিসিপিএ দাবা লীগ শুরু