বিপিএলের পর্দা উঠছে আজ সিলেটে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

নানামুখী সংকটকে পেছনে ফেলে সিলেটের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ পর্বের। আজ ২৬ ডিসেম্বর সিলেট ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে এই আসরের উদ্বোধন হবে। ক্রিকেট প্রেমীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রায় একমাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি। এদিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট অঙ্গনে উৎসবের হাওয়া বইছে। টুর্নামেন্টের প্রথম দিনে আজ শুক্রবার মুখোমুখি হবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। বেলা ২টায় এ খেলা শুরু হবে। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের সব খেলা সরাসরি সম্প্রচার করবে টিস্পোর্টস এবং নাগরিক টিভি। এবারের বিপিএলে ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো : সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস. রংপুর রাইডার্স,ঢাকা ক্যাপিটেল্‌স।

পূর্ববর্তী নিবন্ধ৩য় শিহান কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধশোভনীয়া ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন