বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট এখন বেশ জমজমাট। ফলে পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করছে বেশ জমকালোভাবে। আজ থেকে বাংলাদেশেও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। কিন্তু বিশ্বের অন্য সব দেশের ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টের সাথে পেরে উঠছেনা বাংলাদেশের এই টুর্নামেন্ট। তাছাড়া নানা বিষয়ে সমালোচনা আর অসংগতিতো রয়েছেই। তেমনই নানা সমালোচনার মধ্য দিয়ে আজ শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৭টি দল। দল গুলো হচ্ছে- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। উদ্বোধনী দিনে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। প্রথম দিনে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সে ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়।
এদিকে এবারের বিপিএলের অংশ গ্রহণকারী সাতটি দলের অধিনায়কদের নিয়ে বিপিএল ট্রফি উন্মোচন করা হয়। যদিও সে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেননা খুলনার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে ইয়াসির আলি রাব্বি ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। বাকি অধিনায়করা ছিলেন এই অনুষ্ঠানে। সবার লক্ষ্য একটাই বিপিএলের শিরোপা জেতা। এবারের বিপিএলে থাকছেনা ভাল মানের কোন বিদেশীয় ক্রিকেটার। কারন এখন চলছে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্জাইজি ক্রিকেট বিগ ব্যাশ। এছাড়া একাধিক দেশের চলছে দ্বিপাক্ষিক সিরিজ। কাজেই তেমন বড় তারকা থাকছেনা এবারের বিপিএলে।
তারপরও নানা অপুর্নতার মাঝেও বিপিএলকে সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। গতকাল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাত দলের অধিনায়ক জানালেন তাদের লক্ষ্যের কথা। কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস যেমন বললেন কুমিল্লা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করে। এ বছরও আমাদের একই পরিকল্পনা। চেষ্টা করব এ বছরও শিরোপা ধরে রাখার জন্য। মাঠে ভালো খেলতে হবে। কাগজে কলমে যত শক্তিশালীই হই না কেন, মাঠে খেলতে না পারলে কোন লাভ হবে না। বরিশালের প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ বলেণ আমি একবারও বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারিনি। দুবার ফাইনাল খেলেছি। অবশ্যই শিরোপা জেতার লক্ষ্যই থাকবে এবার। চ্যাম্পিয়ন হতে পারলে তো অবশ্যই ভালো লাগবে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী জানান, বিপিএলের মতো টুর্নামেন্টে অধিনায়কত্ব পেয়ে ভালো লাগছে। আমিও খুব রোমাঞ্চিত। চেষ্টা করব নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করতে। দল হিসেবে সবার যে লক্ষ্য আমারও সেই একই লক্ষ্য। অর্ধাৎ চ্যাম্পিয়ন হওয়া। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। আমাদের শক্তিশালী দিক হলো টিম স্পিরিট। দল ভারসাম্যপূর্ণ। সেই হিসেবে আমরা আশা করতেই পারি। আজ থেকে শুরু হওয়া বিপিএল শেষ হবে ১৬ ফেব্রুয়ারী ফাইনালের মধ্য দিয়ে। এবারের বিপিএলের প্রথম পর্বের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএল আসবে চট্টগ্রামে।
আগামী ১৩ জানুয়ারী থেকে ২০ জানুয়ারী পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ১২টি ম্যাচ। ২৩ এবং ২৪ জানুয়ারী দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিসরপুরে। এরপর বিপিএলের চতুর্থ রাউন্ড অনুষ্ঠিত হবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। পঞ্চম রাউন্ডের ১০টি ম্যাচ সহ নক আউট পর্বের তিনটি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিলের। এখন দেখার অপেক্ষা ১৬ ফেব্রুয়ারী কার হাতে উঠে এবারের বিপিএলের সোনালী ট্রফি।