বিপিএলের থিম সিং প্রকাশ

কয়েক লাইন লিখেছেন ড. ইউনূস

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং প্রকাশ করা হয়েছে। থিম সিংয়ের শিরোনাম ছিল ‘আবার এলো বিপিএল’। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। অনুষ্ঠানে উপস্থিত থেকে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…(প্যারিস) অলিম্পিকসহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন। ’‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।’ থিম সংয়ের পাশাপাশি বিপিএলের গ্রাফিতিও প্রকাশ করা হয়। এ সময় বড় পর্দায় জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও স্লোগান তুলে ধরা হয়। এ বছর বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের।

পূর্ববর্তী নিবন্ধহেরেও সিলেটের শিরোপা উৎসব
পরবর্তী নিবন্ধ‘লাইন টু লাইন’ বোলিং করেই সফল পেসার নাহিদ রানা