দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। গত ১৬ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হবে আগামীকাল। আজ শুরু হচ্ছে শেষ রাউন্ড। এই রাউন্ডে দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস এবং ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলের নিজেদের মাঠে এটি শেষ ম্যাচ চিটাগাং কিংসের। এরই মধ্যে শেষ হওয়া চার ম্যাচের দুটিতে জিতেছে স্বাগতিক চিটাগাং কিংস। যদিও ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে চিটাগাং কিংস। সে সাথে শেষ চারে খেলাও নিশ্চিত করেছে চিটাগাং কিংস। লিগ পর্বে আর চারটি ম্যাচ বাকি চিটাগাং কিংসের। যার একটি অনুষ্ঠিত হবে আজ। আর বাকি তিনটা অনুষ্ঠিত হবে ঢাকায় শেষ রাউন্ডে। এদিকে চিটাগাং শেষ চার নিশ্চিত করলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের।
৯ ম্যাচ খেলে দুই ম্যাচ জিতলেও হেরেছে ৭টিতে। পয়েন্ট তালিকার স্থানে ঢাকা ক্যাপিটালস। যদিও সবশেষ ম্যাচটি তারা জিতেছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। এবারের বিপিএলে দু দলের এটি দ্বিতীয় মোকাবেলা। সিলেটে প্রথম দেখায় চিটাগাং কিংস জিতেছিল ৭ উইকেটে। আজ ঢাকার সামনে প্রতিশোধের মিশন। আগের ম্যাচটি ভেশ ভালভাবেই জিতেছে ঢাকা। তাই আজ নিশ্চয়ই জিততে চাইবে চিটাগাং কিংসের বিপক্ষে।
এদিকে দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। ৭ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে খুলনা টাইগার্স। যদিও শেষ চার বা কোয়ালিফায়ার রাউন্ডে খেলতে গেলে আরো অনেক পথ পাড়ি দিতে হবে তাদের। কারণ তাদের পেছনে পেছনে রয়েছে দুর্বার রাজশাহী। এই দলটির পয়েন্টও ৬। যদিও তারা ম্যাচ খেলেছে ৯টি। তাই কোয়ালিফায়ারে খেলতে গেলে রাজশাহীকে নির্ভর করতে হবে অনেক যদি কিন্তুর উপর। তবে সিলেট স্ট্রাইকার্স এরই মধ্যে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ৮ ম্যাচের ৬টিতে হেরেছে তারা। ২ ম্যাচে জিতে সিলেটের পয়েন্ট ৪। পয়েন্ট তালিকার সবার নিচে তাদের অবস্থান। তবে আজকের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ খুলনা টাইগার্সের জন্য।
এই ম্যাচটি জিতলে মেহেদী হাসান মিরাজের দল শেষ চারের পথে এগিয়ে যাবে আরো। দু দলের প্রথম দেখায় জয়টা ছিল সিলেট স্ট্রাইকার্সের। সিলেটে অনুষ্ঠিত সে ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ৮ রানে। আজ খুলনার প্রতিশোধের পালা। নিজেদের শেষ ম্যাচে রাজশাহীকে হারিয়ে বেশ চাঙ্গা মিরাজের খুলনা। কিন্তু লড়াইটা যখন গুরুত্বপূর্ণ তখন বেশ ভাবতে হচ্ছে খুলনাকে। এই দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস এবং জি টিভি।