দেশের ক্রিকেটে একমাত্র ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব মাঠে গড়াচ্ছে আজ। গত ১৯ জানুয়ারি ঢাকায় শুরু হওয়া বিপিএল এরই মধ্যে ঢাকা, সিলেট এবং ঢাকা ঘুরে এবার নোঙর করছে চট্টগ্রামে। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের লড়াই।
প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুপুর দেড়টায় এই ম্যাচে তাদের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবশেষ ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সবার উপরে রংপুর রাইডার্স। টানা পাঁচ ম্যাচে জিতে তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১২। ৭ ম্যাচে ১০ পয়েন্ট দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ যে দল জিতবে তারা আবার পয়েন্ট তালিকার উপরে চলে যাবে। যদিও নিজেদের মাঠে যে চারটি ম্যাচ খেলবে চট্টগ্রাম তার সবগুলো ম্যাচই জিততে চাইবে। দলের ক্রিকেটারদের কন্ঠেও তেমন প্রত্যাশা। যদিও ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে নিজেদের মাঠে খেলতে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের মাঠে আবার জয়ের ধারায় ফিরতে চায় চট্টগ্রাম।
যেহেতু প্রথম দিনেই নিজেদের মাঠে খেলতে নামতে হবে সেহেতু গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে লম্বা সময় অনুশীলন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ক্রিকেটারদের শরীরী ভাষাও বলছে জয়ের তাড়নার কথা। সিলেটে গত ২ ফেব্রুয়ারি প্রথম দফায় মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম এবং কুমিল্লা। সে ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা জিতেছিল ৭ উইকেটে তাও ৬৪ বল হাতে রেখে। আজ সে হারের প্রতিশোধ নেওয়ারও পালা চট্টগ্রামের। তার উপর স্বাগতিক দল হিসেবে দর্শকদের সুবিধা নিয়ে খেলবে চট্টগ্রাম। কিন্তু মাঠে খেলতে হবে ক্রিকেটারদের।
গতকাল প্রায় আড়াই ঘণ্টার অনুশীলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেন নতুন করেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। গতকাল সকালেই অনুশীলন করেছে কুমিল্লা। শুরুটা হার দিয়ে করলেও এরপর একের পর এক জয় তুলে নিয়েছে দলটি। কাজেই শেষ চারে খেলাটা অনেকটাই নিশ্চিত চ্যাম্পিয়নদের। তাই তাদের লক্ষ্য পয়েন্ট তালিকার প্রথম স্থানটি দখল করা।
আজ আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় সে ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। পয়েন্ট তালিকার সবার উপরে রংপুর। তবে খুলনা দারুণভাবে শুরু করলেও টানা চার জয়ের পর পথ হারিয়ে ফেলে। এরপর টানা তিন ম্যাচে হেরে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে খুলনা। যদিও ৮ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল চতুর্থ স্থানে রয়েছে। তবে তারা খেলেছে ৮টি ম্যাচ। তাই খুলনার লড়াইটা আজ নিজেদের চতুর্থ স্থানে নিয়ে যাওয়ার। আর রংপুরের লক্ষ্য টানা পাঁচ জয়ের পর ষষ্ট জয় তুলে নেওয়া। রংপুরের সেরা পারফরমার পাকিস্তানী বাবর আজম দেশে ফিরে গেলেও সাকিবের দল চাইবে শীর্ষ স্থান ধরে রাখতে। কারণ এলিমিনেটর এবং কোয়ালিফায়ার রাউন্ডে প্রথম স্থানে থাকা দলের বেশ সুবিধা রয়েছে। ঢাকা পর্বের শেষ ম্যাচে রংপুর দুইশ রানের বেশি স্কোর গড়েছিল চট্টগ্রামের বিপক্ষে। ২১১ রানের সে ইনিংসটি এবারের বিপিএলে দলীয় প্রথম দ্বিশত রানের ইনিংস। কাজেই আজকেও সে ধারা অব্যাহত রাখতে চাইবে রংপুর সেটা নিশ্চিত করেই বলা যায়। এরই মধ্যে বিভিন্ন দল থেকে পাকিস্তানী ক্রিকেটাররা ফিরে গেছে নিজেদের দেশে। তাদের জায়গায় বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিয়ে এসেছে ফ্রাঞ্জাইজিগুলো। ফলে শক্তিমত্তায় খুব একটা পরিবর্তন আসেনি। বরং কারো কারো ক্ষেত্রে বেড়েছে।
বরাবরের মত এবারের বিপিএলেও আলোচনার কেন্দ্রে উইকেট। ঢাকা এবং সিলেটের উইকেটকে প্রত্যাশিত মানের উইকেট মনে করছে না ক্রিকেটাররা। শুধু দেশি নয় বিদেশিরাও সমালোচনা করে গেছেন উইকেটের। যদিও তারা রান করে গেছেন। তারপরও ঢাকা এবং সিলেটের উইকেটকে আদর্শ উইকেট মনে করছে না ক্রিকেটাররা। তবে চট্টগ্রামে তেমনটি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের উইকেটে প্রচুর রান আসবে তেমনটি প্রত্যাশা কিউরেটরের। এমনিতেই বরাবরই চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে প্রচুর রান আসে। যেটা সত্যিকার অর্থে দর্শকরা দেখতে চায় টি–টোয়েন্টি ক্রিকেটে। তবে উইকেট যেভাবেই তৈরি করা হোক না কেন রান করাটা ক্রিকেটারদেরই দায়িত্ব হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ৬ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।