বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের প্রথম ম্যাচেই দেখা মিলে হ্যাটট্রিকের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে হ্যাটট্রিকটি করে বিপিএলের এক এলিট ক্লাবের সদস্য হয়েছেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। গতকাল ঢাকার মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ওভারে শরিফুলের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা হাঁকান পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। তবে পরের তিন বলেই তিন উইকেট তুলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ঢাকা। চতুর্থ বলে খুশদিল তুলে মারতে গিয়ে শর্ট থার্ড–ম্যান অঞ্চলে থাকা তাসকিন আহমেদের হাতে ক্যাচ দেন। পরের বলে শরিফুলে শিকার করেন রোস্টন চেজের উইকেট। শরিফুলের অফসাইডের বাইরের শর্ট বলে পুল শট খেলতে চেয়েছিলেন ক্যারিবীয় ব্যাটার চেজ। কিন্তু বল উপরে উঠে গেলে ডিপ মিড অঞ্চল থেকে অনেকটা দৌড়ে গিলে তালুবন্দি করেন নাঈম শেখ। শেষ বলটি ছিল স্লোয়ার। যা মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট ছুঁয়ে জমা হয় উইকেটরক্ষক ইফরান শুক্কুরের হাতে। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান শরিফুল। ২০১২ বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি। দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার সেদিন ঢাকা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। বাকি ছয় বোলার হলেন– আলআমিন হোসেন (বরিশাল বুলস) প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫),আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস)-প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯),ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস)-প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯),আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস)-প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯),মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)-প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২),শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) –প্রতিপক্ষ কুমিল্ল ভিক্টোরিয়ান্স (২০২৪)।