বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ ওসমান হাদিকে স্মরণ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

ডে লাইট ফায়ার ওয়ার্ক প্রদর্শনের পাশাপাশি ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের। গতকাল শুক্রবার বেলা দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধনের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সমপ্রতি সন্ত্রাসী হামলায় শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন এবং এক সপ্তাহ পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়। নীরবতা পালনের সময় বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে দুই হাত তুলে দোয়া করতে দেখা গেছে। এবারের বিপিএল উদ্বোধনে দুই পর্বের আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল নাচ ও গানের আয়োজন। বিপিএলে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওগ্রাফিতে হয় গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের এই অনুষ্ঠান শেষে শুরু হয় দিনের দ্বিতীয় ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনে চারটি খেলার নিষ্পত্তি
পরবর্তী নিবন্ধআনন্দ উৎসবে আয়োজিত হল চুনতি ডট কম ম্যারাথন