বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসর শুরু হয়েছিল ঢাকা থেকে। ঢাকা, সিলেট হয়ে আবার ঢাকা ঘুরে বিপিএল নোঙর করতে যাচ্ছে চট্টগ্রামে। আগের তিন ভেন্যুতে ২৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে। ২৯ তম ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। এই পর্বে ৬ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২০ ফেব্রুয়ারী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বিপিএলকে বরন করতে এরই মধ্যে চট্টগ্রাম তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল থেকে দল গুলো আসা শুরু করেছে চট্টগ্রামে। গতকাল প্রথম দল হিসেবে চট্টগ্রামের মাটিতে পা রাখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা বিমান বন্দর থেকে সরাসরি টিম হোটেল রেডিসন ব্লুতে অবস্থান গ্রহন করে। আজ তাদের অনুশীলনের কথা রয়েছে। গতকাল দিনে চট্টগ্রামে পৌচেছে খুলনা টাইগার্স। তাদের অবস্থানও রেডিসন ব্লুতে। আজ তাদেরও অনুশীলন করার কথা রয়েছে আজ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। গতকাল ঢাকায় খেলা ছিল চার দলের। এই চার দল হচ্ছে দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এদের মধ্যে অন্তত দুটি দল গত রাতেই চট্টগ্রামে পৌছার কথা রয়েছে। তবে আজ সব দলই চট্টগ্রামে এসে পৌঁছাবে।
বিপিএলের ২৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে এরই মধ্যে তিন রাউন্ড শেষে পয়েন্ট তালিকার সবার উপরে রংপুর রাইডার্স। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ৭ ম্যাচে ১০। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট ৮ ম্যাচ থেকে ১০। তাদের অবস্থান তৃতীয় স্থানে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে খুলনা টাইগার্স। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের মাঠে চারটি ম্যাচ খেলবে। এই চার ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা এবং খুলনা টাইগার্স। চট্টগ্রাম পর্বেও প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। শুক্রবারে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়। বিপিএলের চট্টগ্রাম পর্বে প্রতি দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একদিন বিরতি। আবার দুদিন ম্যাচ। বিপিএলের প্রতি আসরে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকে উইকেট। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনাটা বেশি হয় বরাবরই। এবারেও হচ্ছে। তবে চট্টগ্রাম বরাবরই উইকেটের দিক থেকে এগিয়ে থাকে। এবারেও তেমনটি হবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, দর্শকদের দিক থেকে চট্টগ্রাম বেশ এগিয়ে থাকে। চট্টগ্রামের ম্যাচ গুলোতে দর্শকরা গ্যালারী ভরিয়ে দেয়। এবারেও তেমনটি হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে টিকেটের দাম ঘোষণা করেছে বিসিবি। তবে টিকেটের দাম খানিকটা বেশি হয়েছে বলে মনে করছেন অনেকেই। যেহেতু আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে এস এস সি পরীক্ষা শুরু হচ্ছে সেহেতু দর্শক হয়তো কিছুটা কম হতে পারে এবারের আসরে। কারন মুলত ছাত্ররাই বিপিএল কিংবা ক্রিকেটের সবচাইতে বড় দর্শক হয়ে থাকে।