চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ কারণে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে পড়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। শুরু থেকেই কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বিকালে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে গাউসিয়া কমিটি মহানগর শাখার মাধ্যমে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানকালে উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মহানগর শাখার সহ-সভাপতি তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।