লায়ন্স ক্লাব অব চিটাগং ডেঙ্গু, শৈশব ক্যান্সার ও পলিথিন নিয়ে যে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে তাকে আরও ছড়িয়ে দিতে হবে। বিপন্ন পরিবেশ রক্ষায় তথ্যবহুল ব্যাপক প্রচারণা হতে পারে এই মুহুর্তের সবচেয়ে বড়মাপের সেবা কর্মসূচি। ডিজি টিম কর্তৃক লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প ‘লায়ন্স সার্ভিস কমপ্লেঙ’ পরিদর্শন উপলক্ষে আয়োজিত সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের গভর্নর শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী এসব কথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন নাজমুল শাকেরের সঞ্চালনায় গতকাল শুক্রবার ড. এনামুল হক সড়কস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে জেলা গভর্নরের নিয়মিত ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিদর্শন উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী, খাদ্য ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, চক্ষুশিবির এবং হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জাহাঙ্গীর মিয়া, প্রবীণ লায়ন লিডার ও রিজিয়ন চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার মজিবুর রহমান এবং কাতালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপন মল্লিক। সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আরম্ভ হওয়া পরিদর্শন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান রাখেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য ও জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি। প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী ও চিকিৎসাসেবা প্রার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।