বিপন্ন পরিবেশ পুনরুদ্ধারে বৃক্ষরোপণের বিকল্প নেই

এসডিজি ইয়ুথ ফোরামের অনুষ্ঠানে সালাম

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

বিপন্ন পরিবেশ পুনরুদ্ধারে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবেশের ভারসাম্যতা অক্ষুন্ন রেখে উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়ির আশপাশ, উপকূল, প্রান্তিক জনপদ, গ্রাম-শহর নির্বিশেষে সর্বত্র বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা এবং নগরীর প্রান্তিক পর্যায়ে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর রেডিসন ব্লু সংলগ্ন নার্সারি প্রাঙ্গণে এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, মাওলানা রেজাউল করিম তালুকদার, লায়ন এম.এ হোসেন বাদল, সোহেল আকতার খান, নেছার আহমেদ খান, লায়ন এম.এ মন্নান, এম.এ জলিল, মেহেদী হাসান, রোটারিয়ান জিল্লুর রহমান শাকিল, ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন, আবদুল্লাহ আল মুমিন, রাগীব আহসান মুন্না, নমিউল হক তোফাইল, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০০