বিপদে মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। আজীবন এই দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবন দিয়ে তিনি আমাদের শিখিয়েছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই রাজনীতির মূল লক্ষ্য।
সাতকানিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত এক দোয়া মাহফিল, স্মরণ সভা ও ১ হাজার কৃষকের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ কুমার চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুর হোসেন, একেএম আসাদ, মোরশেদ, লুৎফর রহমান, আজাদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












