বিপদসীমায় কাপ্তাই হ্রদের পানি, ছাড়া হবে কাল ৩টায়

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১১:২১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি ১০৭ ফুট এমএসএল চলে আসায় পানি ছাড়ার সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণত কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৭ বা ১০৮ ফুট এমএসএলের কাছাকাছি এলে বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয়।

তাই আগামীকাল সোমবার বিকাল ৩টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পানির লেভেল যদি কম থাকে তবে সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকাল ১০টায় ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই বাঁধে পানি ছাড়ার পূর্বে বিষয়টি নোটিশ দিয়ে জানানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পানির লেভেল এর ওপর নির্ভর করেই পানি কত ইঞ্চি করে ছাড়া হবে সেটি সিন্ধান্ত নেওয়া হবে।

এদিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়লেও কর্ণফুলী নদীতে পানির চাপ বাড়বে। তবে এতে কোন এলাকা প্লাবিত হওয়ার আশংকা নেই বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার