বিপণি বিতানের (নিউ মার্কেট) মাসব্যাপী উইন্টার ফেস্টিভ্যালে মেগা র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. জাহিদুল হাসানের সভাপতিত্বে ও কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলমের স্বাগত বক্তব্যে এবং সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সভাপতি মো. সাগির, উইন্টার ফেস্টিভ্যালের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জানে আলম, রেজাউল করিম ছিন্টু, স্পনসর প্রতিষ্ঠান ডায়মন্ড পার্কের স্বত্বাধিকারী প্রান্ত বনিক, এমএমসি লাক্সারি পারফিউমের প্রতিনিধি মনসুর আরমান, সমাজসেবা অধিদপ্তরের উপ–পরিচালক আবুল কাশেম।
অনুষ্ঠানে মো. মোস্তাফিজুর রহমান ট্রাস্টের উদ্যোগে ও বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সহযোগিতায় বিপনি বিতানের ব্যবসায়ী কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া মেগা র্যাফেল ড্র অনুষ্ঠানে ২৫ টিসহ বিজয়ীদের হাতে সর্বমোট ১১৫ টা পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সিনথিয়া। সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম বলেন, বিপণি বিতান তথা নিউ মার্কেট চট্টগ্রামের একটি প্রাচীন মার্কেট। বিপণি বিতানের উইন্টার ফেস্টিভ্যাল ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ক্রেতাদের চাহিদাকে প্রধান্য দিয়ে আগামীতে নিত্যনতুন আরো বিভিন্ন ইভেন্ট চালু করা হবে। এই ফেস্টিভাল থেকে এবছরের শেষ প্রান্তে গ্লোরী অব সিক্সটি ইয়ার বিপনি বিতান অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু। প্রেস বিজ্ঞপ্তি।












