উৎসবমুখর পরিবেশে বিপণি বিতানে (নিউ মার্কেট) শুরু হয়েছে উইন্টার ফেস্টিভ্যাল ২০২৫। গতকাল বুধবার বেলা ১২টায় ফেস্টিভ্যাল উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। বিপনি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে উৎসবে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম, শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি সগির আহমেদ, উৎসব কমিটির আহ্বায়ক সামশুদ্দিন আহমদ, মো. রেজাউল করিম সেন্টু, মো. জানে আলম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, বিপণি বিতান চট্টগ্রামের অত্যাধুনিক ও সেরা স্থপতি ধারা নির্মিত একটি বিপণি বিতান। এর সৌন্দর্য বর্ধন এখনো অনেক আধুনিক। এই বিপণি বিতানে আরো অত্যাধুনিক সকল সুবিধা নিশ্চিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নানা পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করবে।
সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম বলেন, বিপণি বিতান তথা নিউ মার্কেট চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্য বহন করে চলেছে। এই বিপণি বিতানকে আরো নান্দনিক করতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ক্রেতাদের সুযোগ সুবিধা ও চাহিদাকে প্রাধান্য দিয়ে দিয়ে আমরা শুরু করেছি উইন্টার ফেস্টিভ্যাল। আমি মনে করি এই ফ্যস্টিভ্যালে ক্রেতা সাধারণ দারুণভাবে উপকৃত হবেন। গৌরব ও ঐতিহ্যে নিউ মার্কেটের ৬০ বছর। নিউ মার্কেটকে সমুন্নত করতে আগামী বছর গৌরবের ৬০ তম বার্ষিকী উদযাপন করা হবে। এই ফেস্টিভাল থেকে আগামী বছরের অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু হলো। প্রেস বিজ্ঞপ্তি।












