‘বিনয় বাঁশীর ঢোলবাদন ভাবের মেলবন্ধন সৃষ্টি করত’

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয় বাঁশী জলদাসের ১১০তম জন্মবার্ষিকী বোয়ালখালী পৌরসভা শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে ভাস্কর্য চত্বরে পালিত হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিনয়বাঁশী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা হয়।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রণব রাজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন শিল্পীর ছেলে বাবুল জলদাস। শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাসের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র জহুরুল ইসলাম জহুর। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাঈম, মোহাম্মদ জয়নুল আবেদিন, বিধান দাস, বকুল বড়ুয়া, দোলন জলদাশ, মাহফুজ রকি, আশুতোষ দাস, খোরশেদ আলম চৌধুরী মো. এসকান্দর, বাবলু দাস, কালীপদ দাস, নীলা দাস (মনি), রত্না নাথ (জয়া), দেবী ঘোষ, সীমু দাস, বিটন দাস, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ নেওয়াজ, মো. আরমান, মোহাম্মদ জাবেদ, মো. নুরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশীর ঢোলবাদন মানুষের আত্মার সঙ্গে একীভূত হয়ে ভাবের মেলবন্ধন সৃষ্টি করতো। বিনয়বাঁশী আন্তর্জাতিক পরিমণ্ডলের শিল্পী, তাঁর জন্মে জাতি গর্বিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দর সড়ক ও শেখ মুজিব সড়কের সংস্কার দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সেবাসংস্থাগুলোর সমন্বিত প্রয়াস চাই