এক গোধূলী লগনে দেখা হলো দুজনাতে,
পরিচয় ছলে হৃদয় জড়িয়ে নিলে।
সেই সুখক্ষণে মল্লিকাবনে ফুটেছিল
প্রথম প্রেমের ফুল, তারপর..
কতশত ছলে হৃদয়ে হৃদয় রেখে
হেঁটে চলেছি দূর বহুদূর….
তোমায় পেয়ে,
এক চিলতে সুখ স্বপ্ন এঁকেছি হৃদগহীনে
নিভৃতে বাঁধিয়াছি প্রিয় শ্রাবণের ভালোবাসার ঋণে !
তোমার পদ্মপাতার বুকে
গড়েছি ভালোবাসার নীলপদ্ম,
স্বপ্ন বুনেছি হাজারো স্বপ্নের জালে,
হয়েছি নিশাচর নক্ষত্রের রূপালি রাতে…!
তোমার ছায়ায় খুঁজি নিজেকে
গাঁথি শিমুলের মালা প্রেমসুতো ধরে,
উড়ছি শঙ্খচিল হয়ে ওই বুক পাঁজরে।
খুলেছি প্রণয় দুয়ার হৃদয় আকাশে,
আর……, আর….
ভাবনার আঙ্গিনায় একফালি চাঁদ
এঁকে চলি তোমাতে আমাতে মিশে।