বিনিময় হারের স্থিতিশীলতা ‘স্বস্তি’ আনবে অর্থনীতিতে

বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে অর্থনীতিতে যে চাপ রয়েছে তাতে স্বস্তি আসা নির্ভর করছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের স্থিতিশীলতার উপর বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর অর্থনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এবং অর্থবছরের শেষ নাগাদ অর্থনীতি ঘুরবে বলেও প্রত্যাশার কথা এক বিবৃবিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান গতিধারা’ শীর্ষক এ বিবৃতিতে অর্থবছর শেষে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের বেশি এবং মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। কয়েক মাস থেকে সবাইকে ভোগাতে থাকা উচ্চ মূল্যস্ফীতি আগামী জানুয়ারিতে ৮ শতাংশে এবং জুন শেষে ৬ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চালাবে কেন্দ্রীয় ব্যাংক। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নি-সন্ত্রাসের পেছনে সরকারি দলের কর্মীরাই, অভিযোগ রিজভীর
পরবর্তী নিবন্ধরাবিপ্রবিতে বিশ্ব মৎস্য দিবস পালিত