বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আরো দুই চেয়ারম্যান

কর্ণফুলী-পটিয়া

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও পটিয়া উপজেলায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ২১ ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো দুই ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে। তারা হলেন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান দিদারুল আলম ও পটিয়া উপজেলার দক্ষিণভুর্ষি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। তারা দুইজনই বিগত দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং আসন্ন ইউপি নির্বাচনে আ. লীগের দলীয় প্রতীক নৌকা পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দিদারুল আলম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ও কর্ণফুলী উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। অন্যদিকে চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উপজেলা আ. লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী দিদারুল আলম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সাইফুদ্দিন দৌলতপুরী। গতকাল মঙ্গলবার সাইফুদ্দিন দৌলতপুরী অসুস্থতজনিত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে, একইদিনে পটিয়া উপজেলার দক্ষিভূর্ষি ইউনিয়নের নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ওই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুহাম্মদ সেলিম এখন বিজয়ের অপেক্ষায় রয়েছেন।
এর আগে গত সোমবার এ দুই উপজেলার ২১টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাচাই হয়। যাচাই বাচাই শেষে পটিয়া উপজেলায় মোট বৈধ চেয়ারম্যান প্রার্থী ৫৭ জন, মেম্বার প্রার্থী ৬১৩ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৩৯ জন। ঋণ খেলাপী, আয়কর সনদ না থাকা ও বয়স কমের দায়ে ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন মেম্বার ও মহিলা মেম্বারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে, কর্ণফুলী উপজেলায় ৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১২ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৪২ জন। পটিয়া উপজেলার ১৭ ও কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নে চতুর্থধাপের ইউপি নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভোট পুনঃগণনার দাবি ৮ ইউপি সদস্য প্রার্থীর
পরবর্তী নিবন্ধঅছাত্ররাই ছাত্ররাজনীতির নেতৃত্ব দিচ্ছে