বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন ২৪ জন

চট্টগ্রাম চেম্বার ।। টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মাহবুব

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিদের বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের টানা পঞ্চম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রেকর্ড করতে যাচ্ছেন ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম। আজ (মঙ্গলবার) শতবর্ষী প্রাচীন এই সংগঠনের প্রেসিডিয়াম ঘোষণা করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম চেম্বারের ২৪ পরিচালকের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল ২৪ পরিচালকের নির্বাচিত হওয়ার বিষয়টি চেম্বারের নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। তিনটি গ্রুপ থেকে নির্বাচিত ২৪ পরিচালক আজ (মঙ্গলবার) বৈঠক করে একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে, এবারও প্রেসিডেন্ট হতে যাচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম। এর আগে বিগত চার মেয়াদে তিনি মোট আট বছর চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এর আগে আর কখনো একজনের এত দীর্ঘ সময় চেম্বার প্রেসিডেন্ট হিসেবে থাকার রেকর্ড নেই।
আজ পরিচালকদের প্রথম বৈঠকে প্রেসিডেন্ট ছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাইফ পাওয়ারটেকের তরফদার রুহুল আমিন এবং ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের সৈয়দ মোহাম্মদ তানভীর। এর আগে গতকাল ঘোষিত ফলাফলে চট্টগ্রাম চেম্বারের নির্বাচিত ২৪ পরিচালক হচ্ছেন অহিদ সিরাজ চৌধুরী স্বপন (মেসার্স এ এস শিপিং লাইন), অঞ্জন শেখর দাস (মেসার্স আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লি.), বেনজির চৌধুরী নিশান (মেসার্স গোল্ডেন কন্টেনার্স লিমিটেড), হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা (ম্যাফ সুজ লিমিটেড), ইঞ্জিনিয়ার ইফতেখার হোসাইন (সিপিডিএল), মোহাম্মদ শাহরিয়ার জাহান (মেসার্স কেএসআরএম স্টিল প্ল্যান্ট লি.), নাজমুল করিম চৌধুরী শারুন, (পাওয়ার বাংলা কর্পোরেশন), এসএম তাহসিন জুনায়েদ (মেসার্স গোগ্রিন পেপার কাপ ইন্ডাস্ট্রি), সালমান হাবীব
(মেসার্স রিজেন্ট টেঙটাইল মিলস লিমিটেড), শাহজাদা ফৌজুল আলেফ খান
(বেঞ্চমার্ক এ্যাপারেলস লিমিটেড), সাজির আহমেদ (সুপার সিলিকা বাংলাদেশ লিঃ), তরফদার রুহুল আমিন (সাইফ পাওয়ারটেক লিমিটেড), একেএম আক্তার হোসেন (সিলভার ট্রেডিং কোম্পানি), জহিরুল ইসলাম চৌধুরী (জে এন শিপিং লাইন) মোহাম্মদ মাহবুবুল আলম (মেসার্স আলম ট্রেডিং কর্পোরেশন), মোহাম্মদ রকিবুর রহমান (মেসার্স নাহার পোল্ট্রি), সাকিব আহমেদ সালমান (মেসার্স ফ্যাশন ওয়াচ লিমিটেড), তানভীর মোস্তফা চৌধুরী (মেসার্স ইলেক্ট্রো ট্যাব), মো. ইফতেখার ফয়সল (মেসার্স ফয়সল ট্রেডার্স), মোহাম্মদ আদনানুল ইসলাম (মেসার্স এফ এ ট্রেডিং), মোহাম্মদ নাসিরুল আলম (এন আসন মাতাইসা খামার), মোহাম্মদ সিরাজুল ইসলাম (মেসার্স ইসলাম মোটর্স লিমিটেড), মোহাম্মদ ওমর ফারুক (মেসার্স পোর্টল্যান্ড অটোস) এবং প্যাসিফিক জিন্সের সৈয়দ মোহাম্মদ তানভীর।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ঝুঁকিতে প্রাথমিক ও মাধ্যমিকের ৬০ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন
পরবর্তী নিবন্ধরাউজানে যুবলীগ নেতাকে ডেকে পুলিশে দিলেন ফজলে করিম