লামা পৌরসভার আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই কাউন্সিলর। তারা হলেন- ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন বাদশা ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রফিক। গত ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ওই দুই ওয়ার্ড থেকে মাত্র একজন করে কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা করেন।
যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়ায় এবং ওই দুই ওয়ার্ডে বিকল্প কোন প্রার্থী না থাকায় দুই কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সূত্র জানায়, লামা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হন। এবারো নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু নির্ধারিত সময়ে অন্য কোন প্রার্থী এই ওয়ার্ড থেকে মনোনয়ন পত্র দাখিল করে নাই। ৪নং ওয়ার্ডের ইতিপূর্বে তিনবার নির্বাচিত কাউন্সিলর মো. রফিক টানা ৪র্থ বার বিজয়ের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু তার ওয়ার্ড থেকেও আর কোন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়ন পত্র দাখিল করে নাই। লামা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন বলেন, ২ ও ৪ নং ওয়ার্ডের দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচনী ফলাফল ঘোষণার সময় দেয়া হবে। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে-৩জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে-৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে- ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।