রাঙ্গুনিয়া পৌরসভার জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ৬ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে এবং পৌরসভার ৩নং ইছাখালী ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন শাহের সহায়তায় এই ক্যাম্পিং করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ম্যান ফর ম্যান’ এর সদস্যরা কার্যক্রম বাস্তবায়ন করেন। গতকাল শুক্রবার দুপুরে ব্লাড ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, বিদ্যালয়ের প্রধান মোহাম্মদ ইউছুপসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।