বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পেল ৩ হাজার দরিদ্র নারী পুরুষ, ৫০ অধিক শিশু পেল খৎনা সেবা

পটিয়ায় মীর আহমদ সওদাগরের ১ম মৃত্যুবার্ষিকীতে

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

পটিয়ায় মীর গ্রুপের চেয়ারম্যান প্রয়াত মীর আহমদ সওদাগরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পেল ৩ হাজার দরিদ্র নারী পুরুষ। আলহাজ্ব মীর আহমদ সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারী দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ কিডনি রোড সার্জারি, ইএনটি, শিশু রোগ, গাইনি, চর্মরোগ, চক্ষু, হাড় ভাঙ্গা ও আঘাত, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, দন্ত রোগ ও গ্যাস্ট্রোএন্টেরলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। এ ছাড়া এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৫০এর অধিক শিশুকে খতনা করানো হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কায়ছার নছরুল্লাহ্‌ খান, প্রফেসর ডা. সুজিত পাল, প্রফেসর ডা. গোলাম ফারুক, প্রফেসর মুজিবুল হক খান, ডা. কামরুন্নেছা রুনা, ডা. সাইফুল ইসলাম ও ফজলুল হক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান, ট্রেড এন্ডাষ্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, খুলশী ক্লাবের সাবেক সভাপতি সামশুল আলম, গাফ্‌ফার ট্রেডার্স চেয়ারম্যান মো, সামশুল ইসলাম, শিল্প উদ্যোক্তা মীর মো. হাসান, মীর মো, হোসেন, মীর মো. নাছির ও খলিল মীর কলেজের অধ্যক্ষ মিসবাউর রহমানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

চিকিৎসা সেবা পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, এ অঞ্চলের অবহেলিত ও অসহায় মানুষের চিকিৎসা সেবা আগামীতে অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এছাড়া চিকিৎসা সেবায় এখানে একটি হাসপাতাল নির্মাণের মাধ্যমে অত্র এলাকার দরিদ্র অসহায় নারী পুরুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
পরবর্তী নিবন্ধঅধ্যাপক খালেদ ছিলেন সমস্ত গতানুগতিকতার ঊর্ধ্বে অনন্যসাধারণ এক ব্যক্তিত্ব