করোনা মোকাবেলায় বিভিন্ন দেশে বিনামূল্যে সকলের জন্য করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমাদের দেশেও এই ভ্যাকসিন আনার প্রক্রিয়া চলছে। সারাদেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন সকলের মাঝে বিতরণ করতে হবে। ভ্যাকসিন প্রদান নিয়ে কোনো ধরনের দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য জনগণ মানবে না। কোনো ধরনের বৈষম্যমূলক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল শনিবার বিকাল ৫ টায় নগরীর আন্দরকিল্লা মোড়ে সিপিবি কোতোয়ালী থানার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য অমৃত বড়ুয়া, সদস্য রেখা চৌধুরী, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, রাশিদুল সামির, অমিতাভ সেন, এ্যানি সেন, গোঁরচাদ ঠাকুর অপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।