বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি, দুস্থ ও চিকিৎসা সহায়তা অনুদান, শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান গতকাল শুক্রবার রাউজানের পূর্ব বিনাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গকুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া। অনুষ্ঠানে মোট ৬০ জনকে শিক্ষা বৃত্তি, চিকিৎসা ও দুস্থ সহায়তা এবং বিবাহ সহায়তা অনুদান প্রদান করা হয়। এছাড়া ১০৬ জনকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া ও কোষাধ্যক্ষ সৌরভ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ফাউন্ডেশনের সভাপতি সুমল বড়ুয়া, প্রাক্তন সভাপতি ও ট্রাস্টি মিশন বড়ুয়া, সহসভাপতি সুব্রত বিকাশ বড়ুয়া, শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়া, প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়া, চন্দন কুমার বড়ুয়া, বিশ্ব রঞ্জন বড়ুয়া, রঞ্জন কান্তি বড়ুয়া, রতন বড়ুয়া। ফাউন্ডেশনের বার্ষিক মুখপত্র ‘হিতৈষণা’র সম্পাদনা ও মোড়ক উন্মোচন করেন অ্যাড. দেবাশীষ বড়ুয়া। শুরুতে মঙ্গলাচরণ করেন আশীষ বড়ুয়া। উপস্থিত ছিলেন রাসেল বড়ুয়া, আর্য্যমিত্র বড়ুয়া, বিজন বড়ুয়া, মিল্টন বড়ুয়া, রাজেশ বড়ুয়া, হৃদয় বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, অনীক রাজ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।