বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সভা গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের ট্রাস্টি গকুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় ফাউন্ডেশনের ট্রাস্ট বোর্ড, কার্যকরী কমিটি এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বিগত বছরের আর্থিক প্রতিবেদনসহ বিগত ৩ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। এরপর বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের মধ্য থেকে রুচিরা বড়ুয়াকে চেয়ারম্যান, জিনুপদ বড়ুয়া ও উজ্জ্বল বড়ুয়াকে সদস্য মনোনীত করে গঠিত হয় নির্বাচন কমিশন।
কমিটির জন্য নির্ধারিত পদের বিপরীতে একাধিত প্রার্থী না থাকায় মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের নিয়ে আগামী ৩ বছর (২০২৫–২০২৭) মেয়াদের জন্য ১ জন ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ও ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়। নির্বাচনে ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ট্রাস্টি গকুল কান্তি বড়ুয়া। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুমল বড়ূয়া ও কাজল বড়ুয়া। নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন– সহসভাপতি রিটন বড়ুয়া, সুব্রত বিকাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া, কোষাধ্যক্ষ সৌরভ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক তপন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ বড়ুয়া, ক্রীড়া সম্পাদক রাজেশ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী শর্মিলা বড়ুয়া, হিসাব নিরীক্ষক চন্দন কুমার বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মুকুল বিকাশ বড়ুয়া। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন– মিশন বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, বিকাশ বড়ুয়া, রনজন কান্তি বড়ুয়া, আর্যমিত্র বড়ুয়া, রাসেল বড়ুয়া, জনি বড়ুয়া ও হৃদয় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।