বিনম্র শ্রদ্ধা পনের আগস্টের শহীদদের প্রতি

শুভাশীষ দত্ত ভানু | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

আগস্ট মানে শোকের মাস। এই মাসে অনেক বেদনার ঘটনা ঘটেছে। সবচেয়ে কলঙ্কময় ঘটনা হলো ১৯৭৫ এর ১৫ আগস্ট। সেদিন ছিলো শুক্রবার। এই দিনের ভয়াবহ ঘটনার কথা বিশ্ববাসী তথা বাঙালির অজানা নয়। সেদিন কিছু স্বার্থপর সেনাবাহিনীর উচ্চবিলাসী অফিসার ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং কাছের মানুষদের নির্মমভাবে হত্যা করে। শেখ মুজিবুর রহমানের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শেখ মুজিবুর রহমান, শেখ আবু নাসের, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, সুলতানা কামাল খুকি, শেখ জামাল, পারভিন জামাল রোজি, শেখ রাসেল এবং টেলিফোন অপারেটর। ৩২ নং বাড়িতে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে ছিল দেয়াল, জানালার কাচ, মেঝে ও ছাদে। সবাইকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। গুলির আঘাতে দেয়ালগুলোও ঝাঁঝরা হয়ে যায়। কয়েকটি জানালার কাচ ভেঙে গুঁড়িয়ে যায়। ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। সব লাশগুলো ছিল বিবর্ণ, মলিন। ছিন্নভিন্ন হয়ে গেছে অনেকের শরীরের বিভিন্ন অংশ।
ধানমণ্ডির সড়ক নম্বর ১৩/১ শেখ মনির বাড়িতে গুলিতে গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন শেখ ফজলুল হক মনি ও তার অন্তসত্তা স্ত্রী বেগম আরজু মনি। ৩৭ নং মিন্টো রোডে সেরনিয়াবাতের বাড়িতে গুলিবদ্ধ হয়ে নিহত হন আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, বেবী সেরনিয়াবাত, সুকান্ত আব্দুল্লাহ বাবু, নাঈম খান রিন্টু, গৃহভৃত্য পোটকা ও লক্ষীর মা। সেদিন অন্যান্যদের মধ্যে নিহত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পুলিশ কর্মকর্তা শামসুল হক, কর্নেল জামিল উদ্দিন আহমেদ।
শেরশাহ সুরী রোডের ৮ ও ৯ নং বাড়ি এবং শাহজাহান রোডের ১৯৬ ও ১৯৭ নং বাড়ি মর্টারের গোলার আঘাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত হন রেজিয়া বেগম, নাসিমা, হাবিবুর রহমান, আনোয়ারা বেগম, আনোয়ারা বেগম (২), ময়ফুল বিবি, সাবেরা বেগম, আবদুল্লাহ, রফিকুল, সাফিয়া খাতুন, শাহাবুদ্দিন, কাশেদা, আমিন উদ্দিন, হনুফা বিবি। পনের আগস্টের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

পূর্ববর্তী নিবন্ধযান চলাচলে হাজার অনিয়ম : দেখার কেউ নেই
পরবর্তী নিবন্ধনিষ্পাপ মুখ