চট্টগ্রাম প্রেসক্লাব : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন। চট্টগ্রাম প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সহ সভাপতি মুস্তফা নঈম, কার্যকরী সদস্য সালেহ নোমান, গ্রন্থগার সম্পাদক শহিদুল ইসলাম, সমাজসেবা ও অপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল পাশা প্রমুখ। এসময় বক্তারা বলেন, এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস ফিরে এসেছে। ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে।

খেলাঘর চট্টগ্রাম মহানগর : জাতীয় শিশু–কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। খেলাঘর মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের সভাপতিত্বে ও সম্পাদকমন্ডলীর সদস্য জয়ন্ত রাহা’র সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে আলোচনায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির সহ–সভাপতি চন্দন পাল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, মহানগর কমিটির সদস্য দীপংকর রুদ্র, মো. সাজ্জাদ হোসেন, লিটন শীল প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবিদেরকে নির্বিচারে হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। ’৭১ এর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানী হানাদার বাহিনী নৃশংস হত্যাকাণ্ড চালায়।

ফটিকছড়ি উপজেলা প্রশাসন : ফটিকছড়ি প্রতিনিধি জানান, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনের শুরুতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্পর্ধিত অহংকার–এ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা–কর্মচারীরা। এরপর বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে আয়োজিত আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও জাতি গঠনে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দিবস পালনের পর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে বর্ণাঢ্য বিজয় মেলা। রবিবার সকালে মেলার উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুলসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
হাটহাজারী উপজেলা প্রশাসন : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গতকাল শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ও পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল হাসেন চৌধুরী, কমন্ডার নূরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা নূরুল আবচার ও পিআইও নিয়াজ মোর্শেদ প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল ফারা।

সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় : মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তারের সভাপতিত্বে গতকাল সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঐন্দ্রিলা ঘোষের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী। জাতীয় সংগতি পরিবেশন শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবর রহমানের স্বাগত বক্তব্যের পর আনোচনায় অংশগ্রহণ করেন বদিউল আলম, সামিউল হক, মরজিনা সুলতানা, তামিম জাবেদ খান, নার্গিস আকতার, সুপ্তি দাস, নন্দিতা বিশ্বাস প্রমুখ। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সভাপতির সমাপনি বক্তব্য দিয়ে সভা সমাপ্তি করা হয়।

সংগীত পরিষদ : কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন ৩০০ ক্ষুদে শিক্ষার্থী। গতকাল মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সংগীত পরিষদ চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে। বৌদ্ধ মন্দির সড়কস্থ পরিষদের নিজস্ব প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তারা বলেন, নিজেদের জ্ঞান দিয়ে বুদ্ধিভিত্তিক একটি জাতি গঠন করতে শহীদ বুদ্ধিজীবীরা সারা জীবন কাজ করেছেন। লাল সবুজের পতাকা উড্ডয়নের মোক্ষম সময়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের চিরতরে মুছে দেয়া হয়েছে। তাঁদের এই আত্মদান কখনো শেষ হবার নয়। সার্বিক পরিস্থিতিতে তাঁদের সঠিক মূল্যায়ন হয়তো হয়নি কিন্তু জ্ঞানী বুদ্ধিজীবী শহীদদের এই আত্মদান কখনো বৃথা যাবে না।
সংগীত পরিষদের সম্পাদক তাপস হোড়’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও কবি অভিক ওসমান, সাংবাদিক ও বেলা–চট্টগ্রামের নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান, অ্যাডভোকেট সেলিনা আকতার। শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
সংগীত পরিষদের শিক্ষক প্রিয়ম কৃষ্ণ দে’র সঞ্চালনায় গান, আবৃত্তি ও কথামালায় শহীদদের জীবনী আলোচনা ও স্মরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অধ্যাপক দেবাশীষ রুদ্র। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।











