শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের নানা শ্রেণি–পেশার মানুষ। দিনের শুরুতেই পাহাড়তলী বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আবৃত্তি সংগঠন। বেলা বাড়ার সাথে সাথে বধ্যভূমি ভরে উঠে ফুলে ফুলে। সন্ধ্যায় করা হয় প্রদীপ প্রজ্বালন।
গতকাল দিনের শুরুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং বিভিন্ন উপজেলা প্রশাসন শহিদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে। এদিনের কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতার প্রাক্কালে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বুদ্ধিজীবীরা আমাদের দেশের মেধা ও প্রজ্ঞার প্রেরণা। তাদের হত্যা করে তারা আমাদের জাতির মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষের দেশপ্রেম এ জাতিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
শহিদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন পাহাড়তলী বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়রের পর চসিক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাহাড়তলী বধ্যভূমি এবং শহিদ বুদ্ধিজীবীদের ইতিহাস সংরক্ষণের ঘোষণা দিয়ে বলেন, পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণ করে এখানে যাতে সর্ব সাধারণ আসতে পারে সেজন্য চসিকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন : চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা। আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
চট্টগ্রাম প্রেসক্লাব : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন আগে নির্মম হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। প্রেস ক্লাব সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, প্রেস ক্লাব সদস্য মো. শহিদুল ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান। এসময় বক্তারা ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত ছিল তাদের পরিচয় উন্মোচনের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার নেতৃত্বে সকল পেশার, সকল শ্রেণির মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তার আলোকে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান।
চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও ক্লাব শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর অনুষ্ঠিত হয় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পদার্থবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমিন। সভায় আরো বক্তব্য দেন ক্লাব ক্যাম্পাসের সাধারণ সম্পাদক, অফিসার সমিতির সভাপতি ও কর্মচারী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক।