বিধি-নিষেধ শিথিল হচ্ছে বৃহস্পতিবার

খুলবে দোকানপাট, চলবে গণপরিবহন

আজাদী অনলাইন | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ৬:২৮ অপরাহ্ণ

চলমান বিধি-নিষেধ আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শিথিল করতে যাচ্ছে সরকার। ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট, শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালুর চিন্তা করা হচ্ছে।
আর রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেওয়া হয়েছে ১৫ জুলাই থেকে। বাংলানিউজ
আজ সোমবার (১২ জুলাই) বিকেল বা সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানান কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, “ঈদকে সামনে রেখে গণপরিবহন ও শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তা-ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি।”
মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, ১৫ জুলাই থেকে ৭-৮ দিন বিধিনিষেধ শিথিল করার চিন্তা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের জানান, ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকদের কথা বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপনে বিষয়টি পরিস্কার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদুর্গম বিলাইছড়িতে চালু হলো পরীক্ষামূলক বিদ্যুৎ উপকেন্দ্র
পরবর্তী নিবন্ধরেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ২২০