বিধিনিষেধ অমান্য ২০ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ মে, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

করোনা ঠেকাতে চলমান থাকা লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় নগরীর ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত অভিযানে মোট ২০টি মামলায় এসব জরিমানা করা হয়। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, লকডাউন সফল করতে নগরজুড়ে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবারও অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে লকডাউন অমান্য করে কিছু কিছু ব্যক্তিকে কেনাকাটা ও বেচাবিক্রি করতে দেখা গেছে। অথচ ৭টি শর্তে লকডাউনের ভেতরে দোকানপাট ও শপিং মল খোলার নির্দেশনা রয়েছে। ম্যাজিস্ট্রেট বলেন, লকডাউন চলমান থাকা পর্যন্ত নগরজুড়ে আমাদের এমন অভিযান চলবে। বিধিনিষেধ অমান্য করলে বা আমাদের নজরে পড়লে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সর্ববৃহৎ প্রকল্প
পরবর্তী নিবন্ধস্বামী জীবিত তবুও তিনি নেন বিধবা ভাতা