‘বিধবা-ভাতা’ পেতে বার্ষিক ব্যক্তিগত আয়ের পরিসর বেড়ে হচ্ছে ১৫ হাজার টাকা

| মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০২৪এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। খবর বাংলানিউজের। প্রধানমন্ত্রী ৯৮৯৯ সালে এটি শুরু করেছিলেন। প্রতিমাসে ৫৫০ টাকা করে দেওয়া হয়। ২৫ লাখ ৭৫ হাজার জনকে ভাতা দেওয়া হচ্ছে। আগে ছিল বার্ষিক ব্যক্তিগত আয় ১২ হাজার টাকার নিচে। এখন তা ১৫ হাজার টাকা হতে হবে। মোবাইলের মাধ্যমে (এমএফএস) এ ভাতা দেওয়া হবে। কেউ ভাতা পেতে চাইলে তাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে বাছাই করে ভাতা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিপণ দিয়ে ফিরেছেন টেকনাফের অপহৃত স্কুল শিক্ষকসহ দুজন
পরবর্তী নিবন্ধকারিগরি বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট গ্রেপ্তার