বিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ

আচরণবিধি লঙ্ঘন

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেন এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন। পৌর নির্বাচনের আচরণ বিধিমালা ২০১৫ () বিধি অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে কোনো ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোনো প্রকার প্রচারণা চালাতে পারে না। সে অনুযায়ী ২৬ মে থেকে প্রচারণা শুরু করা যাবে। কিন্তু মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ এবং তার পক্ষের লোকজন আচরণ বিধি লঙ্ঘন করে পৌর এলাকায় জনসংযোগ বা শোডাউনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছে। এতে আচরণ বিধি লঙ্ঘন করার বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নজরে আসে। এর আগে গত ২ মে রাশেদকে আচরণ বিধি লঙ্ঘন না করার জন্য প্রাথমিক নোটিশ প্রদান করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে জল নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের মানববন্ধন