স্থানীয় ও জাতীয় নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন এবং যেসব দলীয় নেতা তাদের সহযোগিতা করেছেন, তারা দলীয় পদে থাকতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি এসব দলীয় নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান। গতকাল বুধবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২০ জানুয়ারি কক্সবাজারে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ সংগঠনের সকল বিষয়ে তাদের মতামত কেন্দ্রীয় নেতাদের সামনে উপস্থাপন করতে পারবেন। তাদের সকল মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করে পর্যালোচনা করা হবে।
তিনি দলীয় এমপিদের উদ্দেশ্য করে বলেন, দলীয় সংসদ সদস্যদের সাথে কর্মীদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে। কর্মীদের সাথে এমপিদের কোনো দূরত্ব সৃষ্টি হয়ে থাকলে তা দ্রুত মিটিয়ে ফেলতে হবে। যে সকল ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়নি সেখানে দ্রুত সম্মেলন সমাপ্ত করারও নির্দেশ দেন তিনি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, দলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে গিয়াস উদ্দিন চৌধুরী, সোহেল সরওয়ার কাজল, আওরঙ্গজেব মাতবর, মহসিন বাবুল, জাহাঙ্গীর কবির চৌধুরী, আবুল কাশেম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, আওয়ামী লীগ নেতা শাহ আলম চৌধুরী রাজা, এম. আজিজুর রহমান, অ্যাডভোকেট বদিউল আলম সিকদার, জাফর আলম চৌধুরী, রেজাউল করিম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, অ্যাড. রনজিত দাশ, আবদুর রহমান বদি প্রমুখ।