বিদ্রোহীর কাছে ভোট চাইলেন আওয়ামী লীগের প্রার্থী জানে আলম

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জানে আলম দলীয় মনোনয়ন পেয়েছেন। দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরীফ। নির্বাচনকে কেন্দ্র করে দুই দিন আগে দল থেকে বহিষ্কৃত হয়ে ইউনিয়ন সভাপতির পদটিও হারান তিনি। গত ৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের পর থেকে এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে কয়েক দফা মারামারির ঘটনা ঘটেছে। নির্বাচনের ৬ দিন আগে গতকাল বুধবার ফকিরহাট এলাকায় বিদ্রোহী প্রার্থী আমিন শরিফের দেখা পাওয়ার পর নৌকা প্রতীকে ভোট চেয়ে আমিন শরীফকে জড়িয়ে ধরেন বর্তমান চেয়ারম্যান জানে আলম। এ সময় দুই প্রার্থীর সমর্থকেরাও বেশ আনন্দবোধ করেন। ঘটনাটি মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে চাইলে জানে আলম জানান, আমার সাথে করো বিরোধ সংঘাত নেই, তাই বিদ্রোহী প্রার্থী আমিন শরীফকে দেখার পর আমি তাকে জড়িয়ে ধরে নৌকা প্রতীকে ভোট চেয়েছি।
আমিন শরীফ জানান, আমার সাথে কোন ব্যক্তির বিরোধ নেই। আমিও নৌকা প্রার্থী জানে আলমের কাছে ভোট চেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জেলে ফিরে আবেদন করলে আলোচনা হতে পারে : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধতিন দিন চিকিৎসাধীন থাকার পর শিশুর মৃত্যু