বিদ্রোহীদের কব্জায় আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা, তুমুল লড়াই

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির বরাতে বিবিসি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী বাহিনী। খবর বিডিনিউজের।

দখলকৃত এলাকা উদ্ধারে সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছরে এটিই বিদ্রোহীদের সবচেয়ে বড় অভিযান বলা হচ্ছে। ২০১৬ সালে সেনাবাহিনীর দ্বারা বিতাড়িত হওয়ার পর প্রেসিডেন্ট বাশারআল আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা এবারই প্রথম আলেপ্পো পৌঁছাতে সক্ষম হলো। ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আলশাম (এইচটিএস) একটি চ্যানেলে পোস্ট করা ভিডিওতে আলেপ্পো শহরের ভেতরে গাড়িতে বিদ্রোহী যোদ্ধাদের দেখা গেছে। ভিডিওটি আলেপ্পোর পশ্চিম উপশহরের বলে নিশ্চিত হয়েছে বিবিসি।

তবে সিরিয়ার সরকারি বাহিনী দাবি করেছে, বুধবার এইচটিএস ও সহযোগীদের আক্রমণের পর তারা আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর উদ্ধার করতে সক্ষম হয়েছে। ২০১১ সালে সিরিয়ার সরকার গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনের পর থেকে দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সেই অস্থিরতার সুযোগে আসাদবিরোধী কয়েকটি সশস্ত্র দল এবং জিহাদিরা বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে রাশিয়া এবং অন্য মিত্রদের সহায়তায় সরকারি বাহিনী দখলকৃত অধিকাংশ এলাকা উদ্ধার করে। বিদ্রোহীদের দখলে থাকা সবশেষ ঘাঁটি হচ্ছে ইদলিব।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানের কাছে সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন
পরবর্তী নিবন্ধমোবাইল নিয়ে তথ্য গোপনকাণ্ডে পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী