বাংলাদেশের কাছ থেকে ৮৫ কোটি ডলারের বকেয়া আদায়ে বিদ্যুৎ সরবরাহ আরো কমিয়েছে ভারতের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। গত বৃহস্পতিবারের পর থেকে তারা বাংলাদেশে ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে বলে পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ডেটা ও বিপিডিবির কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে। ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। গত অগাস্টের শুরুতেও তারা ১৪০০–১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বকেয়ার অর্থ উদ্ধারে গত ৩১ অক্টোবর একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় তারা। ফলে নভেম্বরে তারা ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল বাংলাদেশে। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে তা আরও কমাল আদানি গ্রুপের ওই বিদ্যুৎ কোম্পানি।