বিদ্যুৎ লোডশেডিং এর সমাধান চাই

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

দেশ বিদ্যুতের লোডশেডিং এর চরম বিপর্যয়ে ভুগছে। বিরূপ আবহাওয়া আর গরমে অতিষ্ঠ মানুষজন। বিদ্যুৎ হুট করে এসে ফুঁৎ করে চলে যায়! প্রায় লুকোচুরি খেলার মতো। লোকজন হাঁপিয়ে উঠছে গরমে। কোথায় ঠাণ্ডা পাবে! চারিদিকে গরমের যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ।

অনেকের রাতে ঘুম নেই! এ অবস্থায় অফিস-আদালতে কিংবা মাঠে-ঘাটে কাজ কর্মে অনেকের ব্যাঘাত ঘটছে। এমনিতেই চলছে প্রায় সারাদেশে সিজনাল ঠাণ্ডা-গরম জনিত রোগ ব্যাধির প্রকোপ। ঔষধের দোকান কিংবা ডাক্তার খানায় রোগীদের লম্বা সারি। বিদ্যুতের লোডশেডিং জ্বালা আর সিজনাল রোগ ব্যাধিতে নাস্তানাবুদ জনগণ। বিদ্যুতের এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট তথ্য বলছে, বিদ্যুতের চাহিদার তুলুনায় মজুদের ঘাটতি ও বিদ্যুৎ আমদানীতে নানান সমস্যা জনিত কারণে এমনটা হচ্ছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব প্রতিকূল অবস্থাকে প্রতিহত করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে দেশে-বিদেশে সুনাম কুড়াচ্ছে, আমরাও গর্বিত। আমাদের জনবান্ধব সরকার এ সমস্যাটি দ্রুত সমাধানে ব্যবস্থা নেবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বিদ্যুৎ লোডশেডিং সমস্যাটি সমাধানের আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোঃ রায়হান আলী
আইনজীবী জজ কোর্ট,
খুলনা।

পূর্ববর্তী নিবন্ধম্যান্ডেলা দিবস : নেলসন ম্যান্ডেলার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধএকাকী জীবন