বাসা বাড়িতে যে প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাতে মাসিক চার্জ কাটা হচ্ছে ১৪০–১৬০টাকা। যেখানে বিপিডিবি এর তথ্য মতে ফ্ল্যাট বাসায় সর্বোচ্চ মাসিক চার্জ ৯০ টাকা এবং ভ্যাট ২০ টাকা। তাহলে মোট মাসিক চার্জ আসার কথা ১১০ টাকা। তবে কেন এই অতিরিক্ত ৪০–৫০ টাকা কেটে নেওয়া হচ্ছে? যার কোনো হিসাব ভোক্তাদের দেখানো হচ্ছে না। এতে করে নিম্ন–মধ্যবিত্তরা মাস শেষে এত টাকা বিল দিতে হিমশিম খায়। কেউ কেউ অবৈধভাবে বিদ্যুৎ খুঁটি থেকে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। যার হিসাব সরকারের কাছে নেই। বিদ্যুৎ খরচের সামঞ্জস্য রাখতে চার্জ বাড়ানো হচ্ছে, লোডশেডিং বাড়ছে, সাধারণ ভোক্তাদের দুর্ভোগ বাড়ছে। তাই এই সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাসিক চার্জ সহনীয় পর্যায়ে আনার জোর দাবি জানাচ্ছি।
আমিন রাসুল সৌরভ
শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ, বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।