বিদ্যুৎ অপচয়, ১৬ মামলায় ৮৮ হাজার টাকা জরিমানা

চকবাজার, পাঁচলাইশ ও খুলশী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে বিদ্যুৎ অপচয়ের অপরাধে চকবাজার, পাঁচলাইশ ও খুলশী এলাকায় ১৬টি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলশী এলাকায় স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা, দ্যা বাস্কেট সুপার শপকে ১০ হাজার টাকা, দূরন্ত গ্যালারিকে ২ হাজার টাকা, বেস্ট বাইকে ৩ হাজার টাকা, জি. পি ডেকোরেটার্সকে ২ হাজার টাকা, বিলাসী ড্রাই ক্লিনার্সকে ১ হাজার টাকা, সালমান কেইন ফার্নিচারকে ১ হাজার টাকাসহ ৭টি মামলায় মোট ২৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক নগরীর চকবাজার ও পাঁচলাইশ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কোতোয়ালি ও সদরঘাট থানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। গতকাল গত ৮টার পর দোকান খোলা রাখার কারনে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী চকবাজার এলকার টর্ক নামক বাইক সরঞ্জামের দোকানকে ৫ হাজার টাকা অর্থদন্ড, গোলপাহাড় ও প্রবর্তক মোড় এলাকায় বাটা শোরুমে ১০ হাজার টাকা অর্থদন্ড, স্যামসাং শোরুমকে ৫ হাজার টাকা অর্থদন্ড এবং জিইসি মোড়ের প্রসাধনী দোকানকে ২ হাজার টাকা, মেট্রোপল কমিউনিটি সেন্টার-১০ হাজার, ইমা কর্পোরেশন ১০ হাজার টাকা, স্মার্ট ক্যাফেকে ১০ হাজার টাকা, নাজমা গার্মেন্টসকে ২ হাজার টাকা, নিউ আখি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা অর্থদন্ডসহ মোট ৯ টি মামলায় ৫৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের দোকান ও বিপনি-বিতান রাত আটটার পর বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধগ্রেপ্তারদের ছয়জনের বয়স ১৮ থেকে ২১ এর মধ্যে