চকরিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকায় একটি সবজি ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে সবজি ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এছাড়া কক্সবাজার থেকে সিআইডি ঘটনাস্থলে এসে ফরেনসিক রিপোর্ট তৈরি করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়ার পর কে বা কারা লাশ ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিচয় শনাক্তের কাজ করছে।











