বিদ্যুৎস্পৃষ্টে নিভে গেল স্কুলছাত্রের জীবন প্রদীপ

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে ইয়াছির মামুন (১৬) নামে এক স্কুল ছাত্রের জীবন প্রদীপ নিভে গেল। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌরসভার গোরকঘাটা এলাকায় একটি গ্যারেজে তার নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সে পৌরসভার গোরক ঘাটা এলাকার মো. রফিকের ছেলে এবং গোরকঘাটা লিডারশীপ হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।

মহেশখালী কলেজের ক্রীড়া শিক্ষক আমিনুল হক বলেন, সে লেখাপড়ার পাশাপাশি আমাদের সাথে জেলার বিভিন্ন স্থানে ফুটবল খেলা পরিচালনা করে আসছিল। তার মাবাবা দুজনই মহেশখালী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে ইয়াছির মামুন লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালিয়ে নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের ভরণ পোষণ চালাতেন।

পূর্ববর্তী নিবন্ধআমান দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ : হাই কোর্ট রায়
পরবর্তী নিবন্ধ৯ হাজার পানিবন্দি পরিবার পেল মেয়রের খাবার