বিদ্যুৎপৃষ্ট হয়ে বোয়ালখালীতে বিদ্যুৎ কর্মচারির মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৬:০১ অপরাহ্ণ

বোয়ালখালীতে বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. সাকিব (২৮) নামে এক বিদ্যুৎ কর্মচারির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলা সদরের জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব কক্সবাজার জেলার রামু উপজেলা চৌমুহনী এলাকার আবদুল মান্নানের ছেলে বলে জানা যায়। তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের অধীনে বিদ্যুৎ লাইনে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা সদরের পুরাতন আদালত ভবন ভেঙে ফেলার পর ওই জায়গার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পাশ দিয়ে নিতে কাজ করছিলেন তিনি। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ বলেন, সাকিব নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের (ডিজিএম) প্রকৌশলী শ.ম. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি স্কুলছাত্র খায়রুলের
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা