বিদ্যুতের লোডশেডিং শিডিউলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বর্তমান বিদ্যুৎ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ছোটবেলা থেকে আমরা দেখেছি বাংলাদেশ বিদ্যুৎ ঘাটতি তবে এখন অনেকটাই আশানুরূপ বিদ্যুৎ সরবরাহ আমরা পেয়ে থাকি। বর্তমানে আমরা দৈনিক ১৬১৮ ঘণ্টা বিদ্যুৎ পাই। তবে আলোচনার বিষয় হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সঠিক সময় নিয়ে। বিকেল থেকে টিউশন করে রাত ৯ টায় পড়তে বসি এমন সময় বিদ্যুৎ চলে যায়। আবার দুপুরে প্রচণ্ড গরমে কলেজ শেষে বাড়িতে এসে দেখি বিদ্যুৎ নেই। রাত ১১ টায় ঘুমানোর সময় তখন বিদ্যুৎ বন্ধ রাখা হয়। এগুলো আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না। রীতিমতো সঠিক সময় ছাড়া বিদ্যুৎ বন্ধ করাটা আমার কাছে পড়াশোনা কিংবা ঘুম দুটোর জন্যই হয়রানি মনে হয়। তাছাড়া যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের পরিস্থিতি কেমন হয়ে থাকে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে দিয়েছি। এ সব বিবেচনায় বিদ্যুতের লোডশেডিং শিডিউল করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রাকিব

ইংরেজি বিভাগ

সরকারি সিটি কলেজ চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসিকান্দার আবু জাফর : বাঙালি জাতীয়তাবাদের অন্যতম পৃষ্ঠপোষক
পরবর্তী নিবন্ধমনকে পরিশুদ্ধ করতে হবে