মহেশখালীতে মুরগির ফার্মে চোরের জন্য পেতে রাখা বিদ্যুতের ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে দুটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ কামিতারপাড়ায় মনিরুল হকের পুত্র রিয়াদুল হকের মুরগির ফার্মে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া গরু দুটির মালিক খোন্দকার পাড়া গ্রামের গোলাম সোবাহানের পুত্র কবির আহমদ ও মৃত ফজল করিমের পুত্র মোহাম্মদ সিরাজের অভিযোগ, সকালে গরু মাঠে নিয়ে যাওয়ার সময় রিয়াদুল করিমের ফার্মে চোরের জন্য পেতে রাখা ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে ১টি বলদ ও ১টি গাভী মারা যায়। এতে তাদের আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়।
অপরদিকে মুরগির ফার্মের মালিক রিয়াদুল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ফার্মে বিদ্যুতের কোন ফাঁদ ছিল না।ঘটনার পর মৃত গরুগুলো পরীক্ষা–নিরীক্ষার জন্য মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) সুকুমার জলদাস ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) জাহিদুল ইসলামকে ডেকে এনে পরীক্ষা–নিরীক্ষা করা হয়। তারা গরুগুলো খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে বলে জানান।